ঝিনাইদহ ৩ আসনে বিএনপির ৫ প্রার্থী কে হবেন ধানের শীষের কান্ডারী

আগের সংবাদ

লোহাগড়ায় ইসলামি আন্দলনের এমপি প্রার্থীর মতবিনিময়

পরের সংবাদ

সাতক্ষীরায় পূজা মন্ডব কমিটির জামায়াত প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫ , ৮:৩২ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৫ , ৮:৩২ অপরাহ্ণ

বিভেদের বিরুদ্ধে পাও সস্প্রীতির স্লোগানে” এই প্রতিপাদ্যকে সামনে রেখেই সাতক্ষীরায় পূজা মন্ডব কমিটির প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় লেকভিউতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর ও পৌরসভা এর আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠান হয়।

মতবিনিময় সভায় সভাপতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর শাখার আমির
মাওলানা মোশাররফ হোসেন  এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, সাংগঠনিক সম্পাদক ও খুলনা অঞ্চল পরিচালক এবং সংসদ সদস্য সাতক্ষীরা ২ আসন প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী,  সাতক্ষীরা জেলা শাখার আমির, উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক মো: ওমর ফারুক।
মতবিনিময় সভায় আরও বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার শীল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শিবপদ গাইন, সহ-সভাপতি গোপাল চন্দ্র ঘোষাল, কাটিয়া সার্বজনীন মন্দির সদর শাখার সভাপতি গৌর চন্দ্র দত্ত।

সমগ অনুষ্ঠান পরিচালনা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার সাধারন সম্পাদক খোরশেদ আলম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়