বর্ষপূর্তিতে শিক্ষার্থীদের মূল্যায়নে ‘অকৃতকার্য’ ইবি উপাচার্য

আগের সংবাদ

রাতের আঁধারে বিবস্ত্র করা হল মন্দিরের প্রতিমার বস্ত্র

পরের সংবাদ

মহেশপুরের দু’সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৬ জনকে ফেরত দিয়েছে বিএসএফ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫ , ৯:১২ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৫ , ৯:১২ অপরাহ্ণ

ঝিনাইদহের মহেশপুরের দু’সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ সদস্যরা নারী-শিশুসহ ৬ জনকে বাংলাদেশে ফেরত আটকের পর ফেরত দিয়েছে। মঙ্গলবার সকালে মহেশপুরের পলিয়ানপুর ও বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে তাদেরকে ফেরত পাঠানো হয়।
বিজিবি সুত্রে জানাগেছে, ভারতের সুন্দর বিএসএফ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও বাংলাদেশের পলিয়ানপুর ও বাঘাডাঙ্গা বিজিবির ক্যাম্প কমান্ডার পর্যায়ে বৈঠকের পর ১ জন পুরুষ,৩ জন নারী ও ২ জন শিশুকে ফেরত দেয় বিএসএফ সদস্যরা।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, ফেরত পাঠানো ব্যক্তিদেরকে মহেশপুর থানায় সোপর্দ্দ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়