প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫ , ৯:৩৩ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৫ , ৯:৩৩ অপরাহ্ণ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পেশাজীবী ও শিক্ষা বিভাগের উদ্যোগে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় কালিগঞ্জ জামায়াত অফিসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মোশাররফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য মাওলানা আজিজুর রহমান।
উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি মোহাম্মদ রবিউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষা বিভাগের দায়িত্বশীল অধ্যাপক আব্দুল জলিল, জেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি গাজী মোস্তফা কামাল, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী এবং জেলা পেশাজীবী বিভাগের দায়িত্বশীল মোঃ নাসির উদ্দিন।নির্বাচনী কর্মশালায় শিক্ষক, ব্যবসায়ী, গ্রাম্য ডাক্তার, ব্যাংকার, আইনজীবীসহ বিভিন্ন পেশার শতাধিক দায়িত্বশীল অংশগ্রহণ করেন।
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।