দেশে ফ্যাসিস্ট শাসন যেন আর না আসে: মাহমুদুর রহমান

আগের সংবাদ

নিজের বিচার দাবি করে কলেজ শিক্ষকের অবস্থান কর্মসূচি

পরের সংবাদ

দেশের প্রয়োজনে মার্কিন কোম্পানি থেকে এলএনজি কেনা হচ্ছে : উপদেষ্টা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫ , ৫:৪৪ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৫ , ৫:৪৪ অপরাহ্ণ

কোনো ব্যক্তিকে বিবেচনায় নিয়ে নয় বরং দেশের প্রয়োজনেই মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, সাবেক রাষ্ট্রদূত পিটার হাস যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি এক্সিলারেট এনার্জি প্রতিষ্ঠানের হলেও কোনো ব্যক্তিকে বিবেচনায় নিয়ে নয় বরং দেশের চাহিদার কারণেই তাদের কাছ থেকে এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সালেহউদ্দিন আহমেদ বলেন, বাণিজ্য ঘাটতি কমাতে অতিরিক্ত দামে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করা হলেও এর ফলে ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব পড়বে না। সার আমদানিতে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় খতিয়ে দেখবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়