যশোরের বাঘারপাড়া উপজেলার ভাঙ্গুড়া এলাকায় যশোর–নড়াইল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম জাফর আলী ও আক্তার হোসেন নামে দুই যাত্রী। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাফর আলী যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের মুজিদ হাওলাদারের ছেলে এবং অপর নিহত আক্তার হোসেন বসুন্দিয়ার আহমেদ আলীর ছেলে।
পুলিশ জানায়, ভাঙ্গুড়া বাজার এলাকায় সড়কের পাশে একটি বাঁশবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় বাসের সামনের কাচ ভেঙে বাঁশের অগ্রভাগ বাসের ভেতরে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই যাত্রী আক্তার হোসেন মারা যান। গুরুতর আহত অবস্থায় জাফর আলী ও পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্যকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জাফর আলীকে মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্যের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। তবে পথেই তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জুবায়ের আহমেদ বলেন, হাসপাতালে আসার আগেই জাফর আলীর মৃত্যু হয়েছিল। আহত নিক্কন আঢ্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সেকেন্দার আলী জানিয়েছেন, নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।