বাগেরহাটের মোল্লাহাট উপজেলার নগরকান্দী এলাকার সোহেল মীর ও ভাড়াটিয়া পরিবারের গৃহবধূ কবিতার (২৬) অনৈতিক সম্পর্ক নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কবিতা তার স্বামী বাবু তালুকদারকে নিয়ে নগরকান্দীতে সোহেল মীরের বাড়িতে ভাড়া থাকতেন। স্বামী বাবু তালুকদার সোনালী বিড়ি ফ্যাক্টরিতে এবং সোহেল মীরের স্ত্রী আকিজ বিড়ি ফ্যাক্টরিতে প্রতিদিন কাজে চলে গেলে, সোহেল মীর ও কবিতার মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। বিষয়টি এলাকায় জানাজানি হলে কবিতার পরিবার নগরকান্দী ছেড়ে চরদারিয়ালা আশ্রয়ন প্রকল্পের ৬৬ ও ৭৫ নং ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। কবিতা তার স্বামীকে নিয়ে ৬৬ নং ঘরে থাকেন।
প্রতিবেশীরা অভিযোগ করেন, স্বামী কাজে গেলে কবিতা গোপনে সোহেলকে ডেকে আনে। এ নিয়ে এলাকাবাসী আপত্তি জানালেও তাদের সম্পর্ক গোপনে চলতে থাকে। অবশেষে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে সোহেল কবিতার ঘরে প্রবেশ করলে কয়েকজন প্রতিবেশী ঘটনাটি দেখে ফেলেন এবং ঘর ঘিরে ফেলেন। পরে সোহেল পিছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধরে মারধর করে। পরবর্তীতে নগরকান্দী থেকে সোহেলের আত্মীয়রা গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়।
এ ঘটনায় কবিতা অভিযোগ করে বলেন, “আমার ফাঁকা ঘরে সোহেল এসে বারবার আমাদের মান-সম্মান নষ্ট করছে। এর আগেও তাকে নিষেধ করেছি। আমি সোহেলের বিচার চাই।” কবিতার মা ও বাবা একই দাবি জানান।
অপরদিকে সোহেলের স্ত্রী অভিযোগ করে বলেন, “ওই কবিতা অনেক খারাপ। একজন পুরুষকে ডাকলে সেতো যাবেই। দীর্ঘদিন ধরে সে আমার স্বামীকে প্রলুব্ধ করছে। আমি বারবার নিষেধ করেছি, হাতেপায়ে ধরেছি। তবুও কবিতা তাকে ডেকে নিয়ে যায়।”
এ ঘটনায় আশ্রয়ন প্রকল্প এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী বিষয়টির সুষ্ঠু সমাধান ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।