প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫ , ৪:৪৩ অপরাহ্ণ আপডেট: আগস্ট ২৮, ২০২৫ , ৪:৪৩ অপরাহ্ণ
সাতক্ষীরার শ্যামনগরে পুকুরের পানিতে গোসল করতে নেমে জাহানারা খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার মানিখালী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সকালে গোসল করতে নেমে তিনি পানিতে তলিয়ে যান। পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজির একপর্যায়ে তার মরদেহ পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিকভাবে মরদেহ দাফন করা হয়েছে।
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।