ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় জাল রুপীসহ ওলিয়ার শেখ ও আমান শেখ নামে নামে দুইজনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি ) । গতকাল (২৬ আগস্ট) বুধবার রাত সাড়ে ৯টায় তাকে উপজেলার খোসালপুর সীমান্ত থেকে আটক করা হয় বলে আজ সকালে নিশ্চিত করেছেন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান ।
আটককৃত ওলিয়ার শেখ (৩৭) বাগেরহাট জেলার কান্দাপাড়া বেশরগাতী গ্রামের শামসুল হকের ছেলে । সে ২০১৪ সাল থেকে ভারতের বিহারে বসবাস করে আসছে । সেখানে ওলিয়ার দর্জির কাজ করেন। ২০১৭ সালে তিনি ভারতের বিহার রাজ্যের আরাবিয়া থানার মুসলিম বস্তির বাসিন্দা মোছাঃ ববিয়া (বয়সঃ ৩৫, পিতাঃ ইসরাঈল শেখ)’কে বিবাহ করেন। এ সময় তার ৫ বছর বয়সী আমান শেখকেও আটক করা হয় ।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান আরো জানান, খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/১০৫-আর হতে বাংলাদেশের ৯শ গজ ভিতর থেকে তাদেরকে আটক করা হয় । ওলিয়ারের কাছে থেকে পাওয়া তথ্য মতে, বাগেরহাট সদর নিবাসী মারুফ নামের এক ব্যক্তির কাছ থেকে ভারতীয় ৫,০৪,০০০/- (পাঁচ লক্ষ চার হাজার) জাল রুপি ৬০,০০০ টাকা প্রদান করে ক্রয় করেন।
পরকর্তীতে তাকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে । তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান, বিজিবির এ কর্মকর্ত ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।