সাকিবের হতাশার বিশ্বকাপ

আগের সংবাদ

রহস্যময় আচরণ মিমের

পরের সংবাদ

নড়াইলে কুমির আটক

সোহেল রানা/

রূপান্তর প্রতিনিধি, নড়াইল

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৩ , ১:৫৪ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ২৯, ২০২৩ , ১:৫৬ অপরাহ্ণ

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাইগ্রাম খালে একটি বড় কুমির আটক করেছে এলাকাবাসী।  শনিবার সকাল সাড়ে ৭টার দিকে খাল সংলগ্ন ডাঙ্গা থেকে প্রায় সাড়ে ৭ ফুট লম্বা এ কুমিরটি আটক করা হয়। শতশত মানুষ কুমিরটিকে এক নজর দেখার জন্য ভিড় করেছে।

জানা যায়, বিগত কয়েকদিন আগে উপজেলার মাইগ্রাম খালে কুমির দেখে এলাকাবাসী মহা আতঙ্কে ছিল। শনিবার সকালে ওই গ্রামের ইয়ামিন চৌধুরী নামে এক যুবক মাছ ধরতে গিয়ে অল্প পানিতে কুমিরটি দেখতে পেয়ে রশি দিয়ে ফাঁদ তৈরি করে কুমিরের মুখ বেঁধে তার পিঠের ওপর বসে পড়ে। এরপর স্থানীয়দের সহযোগিতায় কুমিরটি ডাঙ্গার ওপর নিয়ে যায়। এ ঘটনায় ওই এলাকায় কুমিরের ভয়কে জয় করে স্বস্তি ফিরে এসেছে।

খুলনা বন বিভাগের কর্মকর্তাদের নিকট বিকালে কুমিরটি হস্তান্তর করা হয়েছে।

আইর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়