আগামী দিনে প্রতিনিধিন্ত করবে আজকের উপস্থিত কিশোরীরা- জেলা প্রশাসক

আগের সংবাদ

বৃহস্পতিবার যশোর কালেক্টরেট সভা কক্ষে বাংলাদেশ ভূমি অধিগ্রহণ ব্যবস্থাপনার উন্নয়ন ও প্রতিষ্ঠান সমুহের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার খুলনা দেবপ্রসাদ পাল

পরের সংবাদ

মহেশপুর বাস-ট্রাকের মুখো মুখি সংঘর্ষে ১৫ জন আহত

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫ , ৯:৪০ অপরাহ্ণ আপডেট: আগস্ট ২১, ২০২৫ , ৯:৪০ অপরাহ্ণ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর জীবননগর সড়কের তুষার সিরামিক্সের সামনে বাস-ট্রাকের মুখো মুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদেরকে জীবননগর,মহেশপুর ও কোটচাঁদপুর হাসপাতালে ভর্তী করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে খালিশপুর তুষার সিরামিক্সের সামনে।

এলাকাবাসী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা গোন্ডেন নাইন পরিবহনের একটি বাস জীবননগর যাওয়ার সময় খালিশপুর তুষার সিরামিক্সের সামনে পৌছালে তুষার সিরামিক্সের একটি ট্রাকের সাথে মুখো মুখি সংঘর্ষ হয়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা গোন্ডেন নাইন পরিবহনের ১৫ যাত্রী আহত হয়। খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভেসের সদস্য ঘটনা স্থল থেকে আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায় বলে জানান মহেশপুর থানা পুলিশ।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত সাজ্জাদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে বাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়