পাইকগাছা ইউএনও মাহেরা নাজনীনকে অফিসার্স ক্লাবের ফুলেল শুভেচ্ছা

আগের সংবাদ

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫০ বছর

পরের সংবাদ

উপকূলের তরুণদের সবুজ বিপ্লব: শ্যামনগরে স্পিরুলিনা চাষে নতুন সম্ভাবনা

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫ , ৯:৩৪ অপরাহ্ণ আপডেট: আগস্ট ১৪, ২০২৫ , ৯:৩৪ অপরাহ্ণ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলে পরিবেশবান্ধব জীবিকা গড়ে তুলতে শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী কমিউনিটি ডায়লগ সেশন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত এই সংলাপে “কোস্টাল গ্রীনস: স্পিরুলিনা চাষের মাধ্যমে সম্প্রদায়ের ক্ষমতায়ন” প্রকল্পের অর্জন, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
এতে অংশ নেন স্থানীয় নীতি-নির্ধারক, প্রশাসন, গণমাধ্যম, পরিবেশকর্মী ও বিভিন্ন এলাকার তরুণ উদ্যোক্তারা। নতুন প্রজন্মের উদ্যোক্তারা বিকল্প জ্বালানি, কাঁকড়া রপ্তানি ও সবুজ উদ্যোগের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। রঙমহল ফর ইয়ুথ তাদের চলমান স্পিরুলিনা চাষ প্রকল্পের সাফল্যের গল্প শেয়ার করে।
ব্রিটিশ হাইকমিশনের সহায়তায় ও দ্য আর্থ পরিচালিত ইকো লিডার্স প্রোগ্রামের আওতায় রঙমহল ফর ইয়ুথ ‘কোস্টাল গ্রীনস’ উদ্যোগের মাধ্যমে স্পিরুলিনা উৎপাদন ও বাজারজাতকরণ শুরু করেছে। ইতিমধ্যে ছয়টি পরিবারকে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হয়েছে।
সংলাপে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, দ্য আর্থের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, প্রকল্প সমন্বয়কারী শরৎ স্বাধীন, যুব সম্পৃক্ততা ও অ্যাডভোকেসি কর্মকর্তা নেফারতুম মুর্শেদা, প্রোগ্রাম অফিসার এস.জেড. অপু, শরুব ইয়ুথ টিমের প্রতিষ্ঠাতা এস এম জান্নাতুল নাইম, রঙমহল ফর ইয়ুথের প্রতিষ্ঠাতা আলভী শেখ, কোস্টাল গ্রীনসের কো-লিডার মৌসুমি রয় ও কো-অর্ডিনেটর আবিদ হোসেন আপন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পরিবেশবান্ধব ব্যবসায় তরুণদের এগিয়ে আসা সময়ের দাবি, আর এই ধরনের সংলাপ নতুন উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণার উৎস হবে।
অনুষ্ঠানে প্রকল্পের উপকারভোগী পরিবার, স্থানীয় ব্যবসায়ী, অনলাইন মার্কেটপ্লেস প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, প্রশাসন ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়