যশোরে বিএনপি নেতা আসাদুজ্জামান জনি ৪ কোটি টাকার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার

আগের সংবাদ

সাবেক এমপির বাসায় চাঁদাবাজি: উপদেষ্টা আসিফ মাহমুদের নাম আসায় বিতর্ক

পরের সংবাদ

যশোরের কেশবপুরে যুবকের মরদেহ উদ্ধার, গলায় ক্ষতের চিহ্ন

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫ , ৪:১৯ অপরাহ্ণ আপডেট: আগস্ট ১৪, ২০২৫ , ৪:১৯ অপরাহ্ণ

যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় ২৩ বছর বয়সী তারেক সরদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে স্থানীয় রেজাউলের ঘাসক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের গলায় ক্ষতের চিহ্ন ছিল এবং একটি কান দিয়ে রক্ত বের হচ্ছিল। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, বুধবার রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ওই স্থানে ফেলে গেছে।

পুলিশ জানায়, নিহত তারেক সরদার উপজেলার বরাতিয়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা এবং পেশায় ভ্যানচালক। জীবিকা নির্বাহের জন্য তিনি অন্যের ক্ষেতে মজুরির কাজও করতেন। ঘটনার দিন সকালে স্থানীয়রা ঘাসক্ষেতে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন।

নিহতের ভাই মফিজুর সরদার জানান, তারেকের সঙ্গে কারও বড় ধরনের শত্রুতা ছিল না, তাই হত্যার কারণ তাদের কাছে স্পষ্ট নয়। তিনি দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।

কেশবপুর থানার এসআই মোকলেছুর রহমান বলেন, “মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে এবং একটি কান দিয়ে রক্ত বের হয়েছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠিয়েছি। এই ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে, তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়