দেবহাটায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও চোরাচালানসহ সকল ধরনের অপরাধ দমনে পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ আগস্ট সোমবার বিকেল ৫টায় সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশের আয়োজন করে দেবহাটা থানা পুলিশ।
সভায় সভাপতিত্ব করেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার এবং সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মোঃ হাফিজুর রহমান।
এছাড়া রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন, যার মধ্যে রয়েছেন সাবেক উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, আহ্ছানিয়া মিশনের পরিচালক, জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসআই রিয়াজুর ইসলাম।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।