জনতার গণঅভ্যুত্থানের মাস হিসেবে পরিচিত জুলাই ও আগস্ট। বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত হয় ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান’। এই অভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছেন এবং যাঁদের রক্তের বিনিময়ে আজকের বাংলাদেশ নতুনভাবে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বুড়িগাংনী গ্রামে শহীদ মোঃ বিপ্লব শেখের কবরস্থানে শ্রদ্ধা অর্পণ করা হয়।
মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) শ্রদ্ধাঞ্জলি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফজলুল হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। এ সময় রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ আয়োজনের মধ্য দিয়ে শহীদের আত্মত্যাগকে স্মরণ করার পাশাপাশি নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকারও ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।