কেশবপুরের যুবদল কর্মী মনিরুজ্জামানকে হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের সরসকারি বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত ওই মানববন্ধনে খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা বিএনপির সহ সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন সানা, সাধারণ সম্পাদক আলমগীর কবির ডালু, নিহত মনিরুজ্জামানের ভাই ডাক্তার আসাদুজ্জামান, ইউনিয়ন যুবদল নেতা মিজানুর রহমান প্রমুখ।
এ সময় নিহত মনিরুজ্জামানের পিতা আলী বক্স ও মা শহরবানু সহ শত শত এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।