যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ যুবক আটক

আগের সংবাদ

ঝিকরগাছায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা প্রাথমিকের বৃত্তিতে অংশ গ্রহণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

পরের সংবাদ

জেডিইউজে’র উদ্যোগে রূপান্তর প্রতিদিন পত্রিকায় ইউনিট গঠন

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫ , ১০:২৮ অপরাহ্ণ আপডেট: জুলাই ২৪, ২০২৫ , ১০:২৮ অপরাহ্ণ

যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন ‘জেডিইউজে’র উদ্যোগে রূপান্তর প্রতিদিন পত্রিকায় ইউনিট গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় পত্রিকা দপ্তরে ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত থেকে ইউনিট গঠন করেন।

আয়ুব হোসেন মনার সভাপতিত্বে সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপান্তর প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলমগীর কবীর।

সভায় যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের রূপান্তর প্রতিদিন পত্রিকায় আয়ুব হোসেন মনাকে ইউনিট চিফ, মো. কামাল হোসেনকে ডেপুটি ইউনিট চিফ করে ৩ সদস্য বিশিষ্ট একটি ইউনিট গঠন করা হয়। ইউনিটের অপর সদস্য হলেন, মেহেদী হাসান উজ্জল।

এছাড়া সভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল ও উপদেষ্টা এ কে এম গোলাম সরওয়ার। সভা শেষে নব নির্বাচিত ইউনিটকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়