উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

আগের সংবাদ

মনিরামপুরে বোমা-নাশকতা মামলায় আওয়ামী লীগের ৫ নেতা গ্রেফতার!

পরের সংবাদ

পাইকগাছায় কৃষক ও শিক্ষার্থীদের মাঝে ৮ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ

প্রকাশিত: জুলাই ২১, ২০২৫ , ৩:২৬ অপরাহ্ণ আপডেট: জুলাই ২১, ২০২৫ , ৩:২৬ অপরাহ্ণ
গাছের চারা বিতরণ

পাইকগাছায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে তাল, জাম, বেল, কাঁঠাল, নিম ও আম সহ বিভিন্ন প্রজাতির ৮ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।

২০২৪-২৫ অর্থ বছরে আমন ধান, গ্রীষ্মকালীন সবজি, তাল, জাম, বেল, কাঁঠাল, নিম ও আম ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক / শিক্ষার্থীদের মাঝে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন এর আওতায় বিনা মূল্যে গাছের চারা ও চারা সংরক্ষণের উপকরণ বিতরণ করা হয়। সোমবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে বিতরণের আয়োজন করে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাশ, উপ সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ তুহিন, এসএম মফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, উত্তম কুন্ড, এনামুল হক, দেবাশীষ রায়, আফজাল হুসাইন, কমলেশ দাশ, সোহাগ, আব্দুল্লাহ শিক্ষক ফাতেমা খাতুন, ছায়রা খাতুন, শিক্ষার্থী সুমাইয়া তাবাসসুম ও তাওসিন আক্তার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়