খুলনার পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
পাইকগাছা, খুলনা: খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোঃ মকছেদ আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি রাড়ুলী গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার (১৯ জুলাই, ২০২৫) সকাল ১২টার দিকে মকছেদ আলী সাইকেলযোগে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। পথিমধ্যে পূর্ব রাড়ুলীর সাবেক চেয়ারম্যান মজিদ গোলদারের বাড়ি সংলগ্ন প্রধান সড়কে একটি ইটবোঝাই ট্রলির সামনে হঠাৎ সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি পড়ে যান।
এ সময় ট্রলির সামনের চাকায় ধাক্কা লেগে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ট্রলির পিছনের চাকা তার দুই পায়ের ওপর দিয়ে চলে যায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন এবং ঘটনাস্থলেই প্রচুর রক্তক্ষরণ হয়।
ঘটনার সময় উপস্থিত একজন প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার পরপরই ট্রলির চালক ইকবল ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা আহত মকছেদ আলীকে দ্রুত উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনায় রাড়ুলী এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াদ মাহমুদ জানান, পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।