¡Desata tu Fortuna! Descubre 1xslots argentina, tu puerta de entrada a más de 11.000 juegos online, apps móviles para Android e iOS y vive la adrenalina de apostar desde donde quieras.

আগের সংবাদ

গোপালগঞ্জের সংঘর্ষ: নিহতদের শরীরে গুলির আঘাত, দায় এড়াচ্ছে বাহিনী; তদন্ত কমিটি গঠন

পরের সংবাদ

ইবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু তদন্ত ও বিচার দাবিতে ছাত্রশিবিরের টর্চ লাইট মিছিল

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫ , ১০:১৩ পূর্বাহ্ণ আপডেট: জুলাই ১৯, ২০২৫ , ১০:২৪ পূর্বাহ্ণ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে টর্চ লাইট মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির। এসময় তারা প্রশাসনের কাছে নিরাপদ ক্যাম্পাস এবং শতভাগ আবাসিকতা নিশ্চিতের দাবি জানান। শুক্রবার রাত সাড়ে ৯ টায় ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় ইবি শাখা সভাপতি মাহমুদুল হাসানের নেতৃত্বে সংগঠনটির অফিস সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, প্রচার সম্পাদক সৈয়দ আবসার নবী হামযা, আন্তর্জাতিক ও স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হাসানুল বান্না অলি সহ কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিলে তারা ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘পুকুরে লাশ কেন, প্রশাসন জবাব চাই’, ‘সাজিদ হত্যার তদন্ত, করতে হবে করতে হবে’, ‘আর কত পড়লে লাশ, প্রশাসনের হবে লাজ’, ‘ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত কর, করতে হবে’, ‘লাশ নিয়ে রাজনীতি, চলবে না চলবে না’, ‘প্রশাসনের টালবাহানা, চলবে না চলবে না’ সহ বিভিন্ন স্লোগান দেয়।
সমাবেশে মাহমুদুল হাসান বলেন, আমরা আজকে সবাই মর্মাহত। আমরা এখানে এসেছি সাজিদ আব্দুল্লাহ কিভাবে মারা গেছে তা উদঘাটন করতে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ অন্যান্য প্রশাসনকে দ্রুত তদন্ত প্রতিবেদন দিতে হবে। দেরি হলে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়া হবে। আজও প্রশাসন কেন শিক্ষার্থীদের নিরপত্তা নিশ্চিত করতে পারলো না।  শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসকে অতিদ্রুত সম্পূর্ণ লাইটিং ও সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, আপনারা শুধু বিভিন্ন প্রোগ্রামে বক্তব্য দেওয়ার জন্য প্রশাসনে বসেননি। আপনারা শহিদদের রক্তের উপর দাঁড়িয়ে প্রশাসনে বসেছেন৷  আপনারা শিক্ষার্থীদের নিরপত্তা নিশ্চিত করতে না পারলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা আরেকটি জুলাই গড়ে তুলবো।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৬টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের সামনের পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহ নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরপর থেকেই ক্যাম্পাস জুড়ে দানা বেঁধেছে রহস্য, উঠেছে নানা প্রশ্ন। এই মৃত্যুকে স্বাভাবিক মনে করছেন না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সর্বস্তরের শিক্ষার্থীদের থেকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি উঠেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়