চুড়ামনকাটিতে ঠিকাদারের অবহেলায় ভোগান্তিতে হাজারো মানুষ

আগের সংবাদ

ঝিকরগাছা থানার সাহসী অভিযানে ধরা পড়লো ছদ্মবেশধারী জসীম

পরের সংবাদ

যশোরে গণঅভ্যুত্থান স্মরণে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫ , ১০:০৮ অপরাহ্ণ আপডেট: জুলাই ১৮, ২০২৫ , ১০:০৮ অপরাহ্ণ

জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণে যশোরে এক প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের পালবাড়ি মোড়ে বেলুন উড়িয়ে ম্যারাথনের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম।

জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, আজকের এই ম্যারাথন অনুষ্ঠানে আব্দুল্লাহ, তৌহিদ, জাবেদ উপস্তিত থাকলে তারা প্রথম হতেন। তারা প্রথম হয়েছিলো বলেই আমরা আজকে স্বাধীন ভাবে কথা বলতে পারছি। তাদের জীবন যেখানে শেষ হয়েছে আমাদের ম্যারাথন সেখান থেকে শুরু হচ্ছে। নতুন বাংলাদেশ তৈরি না হওয়া পর্যন্ত, ফ্যাসিবাদের শেকড় একেবারে মূলোৎপাটন না হওয়া পর্যন্ত আমাদের সকল ধরণের সামাজিক, সাংস্কৃতি, রাজনৈতিক কর্মসূচি চলমান থাকবে।

জেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর এবং জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এই ম্যারাথনে বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

উদ্বোধনী পর্বের পর একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে ম্যারাথন পালবাড়ি মোড় থেকে শুরু হয়ে নিউ মার্কেট ও দড়াটানা মোড় ঘুরে টাউনহল মাঠে গিয়ে শেষ হয়।

পরে টাউনহল মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং গণঅভ্যুত্থানে নিহত তিন পরিবারের হাতে সঞ্চয়পত্র তুলে দেওয়া হয়। এই আয়োজনে সার্বিক সহায়তা প্রদান করে যশোর চেম্বার অব কমার্স।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.আছাদুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন,জেরা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসূল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়