গোপালগঞ্জের শহর এলাকা রণক্ষেত্রে পরিণত

আগের সংবাদ

কঠোর নিরাপত্তা বেষ্টনীতে গোপালগঞ্জ ত্যাগ করলেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা

পরের সংবাদ

শ্রীপুরে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫ , ৫:৪০ অপরাহ্ণ আপডেট: জুলাই ১৬, ২০২৫ , ৫:৪০ অপরাহ্ণ
মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার সকালে ‘জুলাই শহীদ দিবস-২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী ।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির, প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ মামুন খান, থানার ওসি (তদন্ত) আবু বক্কর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য খন্দকার আব্বাসউদ্দীন, শহীদ সোহান শাহ-এর বাবা শাহ সেকেন্দার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রীপুর উপজেলা শাখার আমীর অধ্যাপক ফকরুদ্দিন মিজান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত এনামুল হক,  আহত মোঃ রোহান মোল্লা প্রমুখ।
আলোচনা সভায় শহীদ পরিবারের সদস্য ও আহতরা তাদের স্মৃতিচারণ করেন। বক্তারা ২০২৪ সালের জুলাই -আগষ্টে আন্দোলনের চেতনা ধারণ ও লালন করার প্রতি গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যগণ, আহতগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়