নয়াপল্টনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, শাহবাগ পর্যন্ত স্লোগানে মুখর ছিল রাজপথ

আগের সংবাদ

চুয়াডাঙ্গায় মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক আটক

পরের সংবাদ

মনিরামপুরে মাছবোঝাই ট্রাক দুর্ঘটনায় চালক-হেলপার নিহত

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫ , ৬:৩৭ অপরাহ্ণ আপডেট: জুলাই ১৪, ২০২৫ , ৬:৩৭ অপরাহ্ণ

যশোরের মনিরামপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান একটি মাছবোঝাই ট্রাকের চালক ও হেলপার। সোমবার (১৪ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার একটি তেলপাম্পের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের নাম রাজু ও এরফান। তারা সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাসিন্দা।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, যশোর থেকে সাতক্ষীরাগামী একটি মাছবোঝাই ট্রাক মনিরামপুর বাজার সংলগ্ন তেলপাম্পের সামনে পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশেই দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাকচালক রাজু ও হেলপার এরফান ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। পরে সেগুলো ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়