পাইকগাছায় ২০ নারীর রূপসজ্জা প্রশিক্ষণে রূপান্তরের গল্প

আগের সংবাদ
প্যানেল চেয়ারম্যান

পাইকগাছায় প্যানেল চেয়ারম্যানের অনিয়মের বিরুদ্ধে ইউএনও'র দপ্তরে অভিযোগ

পরের সংবাদ

ইচ্ছেমতো দাম নয়, এবার ইলিশের বাজারে সরকারী নিয়ন্ত্রণ

ইলিশের দাম নির্ধারণে প্রধান উপদেষ্টার অনুমোদন

প্রকাশিত: জুলাই ৩, ২০২৫ , ৬:২১ অপরাহ্ণ আপডেট: জুলাই ৩, ২০২৫ , ৯:১৩ অপরাহ্ণ

চাঁদপুরসহ দেশের উপকূলীয় অঞ্চলে ইলিশের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও অসাধু সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকাতে বড় সিদ্ধান্ত নিল সরকার। প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের অনুমোদনে ইলিশের নির্ধারিত দাম প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ২৬ জুন এ সংক্রান্ত একটি চিঠি জারি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের পাঠানো এক গঠনমূলক প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, কিছু অসাধু ব্যবসায়ী ইলিশের জনপ্রিয়তাকে পুঁজি করে নিজেদের মতো করে দাম নির্ধারণ করছে, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।

এই প্রেক্ষাপটে সরকার সিদ্ধান্ত নিয়েছে—চাঁদপুর, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, ভোলা, পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠিসহ উপকূলীয় জেলাগুলোর বাজারে ইলিশের নির্ধারিত মূল্য কার্যকর করা হবে। এ ক্ষেত্রে মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণের খরচ বিবেচনায় এনে যৌক্তিক দাম নির্ধারণ করা হবে।

জানা গেছে, স্বাভাবিকভাবে উৎপাদিত হওয়া সত্ত্বেও কিছু সিন্ডিকেট ইলিশের বাজার নিয়ন্ত্রণ করে ভোক্তাদের ঠকিয়ে আসছে। জেলা প্রশাসক তার প্রতিবেদনে শুধু মূল্য নির্ধারণ নয়, বরং এসব সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ারও সুপারিশ করেছেন।

চিঠিতে আরও বলা হয়েছে, ইলিশ মৌসুমের শুরু থেকেই বাজারে যে অস্থিরতা দেখা দিয়েছে, তা নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং অগ্রগতি প্রতিবেদন পাঠাতে হবে।

চাঁদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলের সাধারণ ক্রেতাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল—ইলিশের বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা হোক। এবার হয়তো সেই প্রত্যাশার বাস্তবায়ন শুরু হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়