ইসলামিক ফাউন্ডেশনের প্রথম বুক কর্নার হবে ইবিতে

আগের সংবাদ

ইলিশের দাম নির্ধারণে প্রধান উপদেষ্টার অনুমোদন

পরের সংবাদ

প্রশিক্ষণার্থীদের চোখে এখন শুধু আয়নার প্রতিবিম্ব নয়, দেখছে স্বাবলম্বী ভবিষ্যতের প্রতিচ্ছবিও

পাইকগাছায় ২০ নারীর রূপসজ্জা প্রশিক্ষণে রূপান্তরের গল্প

প্রকাশিত: জুলাই ৩, ২০২৫ , ১:৪৭ অপরাহ্ণ আপডেট: জুলাই ৩, ২০২৫ , ৯:০৯ অপরাহ্ণ

খুলনার পাইকগাছায় ১০ দিনব্যাপী বিউটিফিকেশন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন স্বপ্ন দেখছেন ২০ জন তরুণী ও নারী। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ প্রশিক্ষণটি আত্মকর্মসংস্থানের লক্ষ্যে আয়োজন করা হয়।

বুধবার (২ জুলাই) সকালে উপজেলা বিআরডিবি মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম. কামরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ওয়াহিদ মুরাদ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, সহকারী বিআরডিবি কর্মকর্তা চিন্ময় কুমার মণ্ডল, কোষাধ্যক্ষ মোঃ রবিউল ইসলামসহ সংশ্লিষ্টরা।

প্রশিক্ষণটি পরিচালনা করেন প্রশিক্ষক তানিয়া সুলতানা। এতে অংশগ্রহণকারীরা বিউটি পার্লার ব্যবস্থাপনা, রূপসজ্জা কৌশল, ত্বকের যত্ন, চুলের পরিচর্যা এবং প্রসাধন সামগ্রীর ব্যবহার সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ প্রশিক্ষণ নারীদের শুধু সৌন্দর্যচর্চার কৌশল শেখায়নি, বরং আত্মনির্ভরশীল হওয়ার পথও দেখিয়েছে। এই জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে তারা নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারবে এবং ভবিষ্যতে অন্যদেরও কর্মসংস্থানে ভূমিকা রাখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

“প্রশিক্ষণার্থীদের চোখে এখন শুধু আয়নার প্রতিবিম্ব নয়, দেখছে স্বাবলম্বী ভবিষ্যতের প্রতিচ্ছবিও।”

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়