UP-X онлайн казино подробный обзор бонусов и акций

আগের সংবাদ

পাইকগাছায় ২০ নারীর রূপসজ্জা প্রশিক্ষণে রূপান্তরের গল্প

পরের সংবাদ

ইসলামিক ফাউন্ডেশনের প্রথম বুক কর্নার হবে ইবিতে

প্রকাশিত: জুলাই ৩, ২০২৫ , ১:১০ অপরাহ্ণ আপডেট: জুলাই ৩, ২০২৫ , ১:১০ অপরাহ্ণ
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ইসলামিক ফাউন্ডেশনের বুক কর্নার স্থাপন কর্মসূচির প্রথম বুক কর্নারটি ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্থাপন করা হবে বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) আ. ছালাম খান। বুধবার দুপুরে তিনি বুক কর্নার স্থাপনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার পরিদর্শন করেন। পরে আইন বিভাগের আয়োজনে তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমি ইসলামিক ফাউন্ডেশনে এসেছি। আমরা চিন্তা করছি কীভাবে ইসলামের প্রচার ও প্রসার ঘটানো যায়। সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ফাউন্ডেশন কর্নার স্থাপন করব। এর প্রথমটি হবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে। ইবির স্কলাররা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, ভবিষ্যতেও তাদের সহযোগিতা কামনা করি।
এসময় সংবর্ধনা অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও সংবর্ধিত অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহা-পরিচালক আ. ছালাম খান। এসময় আইন অনুষদের ডিন ও বিভাগের অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনামসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের সভাপতি ও শিক্ষকবৃন্দসহ দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়