ওসি হাফিজুর রহমান

ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি, গুলশানের নতুন ওসি হাফিজুর রহমান

আগের সংবাদ
ইবি শিক্ষক

যৌন হয়রানিসহ নানা অভিযোগ, ইবি শিক্ষককে চাকরি থেকে অপসারণ

পরের সংবাদ

পাইকগাছায় উন্মুক্ত লটারির মাধ্যমে এলসিএস কর্মী নির্ধারণ

প্রকাশিত: জুন ৩০, ২০২৫ , ৫:৩৯ অপরাহ্ণ আপডেট: জুন ৩০, ২০২৫ , ৫:৩৯ অপরাহ্ণ
এলসিএস

পাইকগাছায় সচ্ছতার ভিত্তিতে লটারির মাধ্যমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাভুক্ত”পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচির” আওতায় উপজেলার ৩টি রাস্তার এলসিএস কর্মীদের চুড়ান্ত তালিকা সম্পন্ন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার(৩০জুন) বেলা সাড়ে বারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে পাইকগাছা উপজেলা প্রকৌশলী কার্যলয় কর্তৃক উন্মুক্ত এ লটারির আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব এর সার্বিক পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল-মামুন, উপ-সহকারী প্রকৌশলী স্বজল বিশ্বাস, জাহাঙ্গীর আলম, কমিউনিটি অর্গানাইজার শারমিন সুলতানা, লস্কর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সানা, সাংবাদিক জিএম মিজানুর রহমান, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, রিপোর্টাস ইউনিটির সহ-সভাপতি মোঃ আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমান, ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, দীলিপ কুমার মন্ডল, পরমানন্দ সানা, সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।

উল্লেখ্য, উপজেলার লস্কর, সোলাদানা ও কপিলমুনি ইউনিয়ন থেকে মোট ১০০ জন আবেদন করেন। উন্মুক্ত লটারির মাধ্যমে তিন ইউনিয়ন থেকে সৌভাগ্যবান ২০ জন এলসিএস কর্মী নির্ধারণ করা হয়েছে। এছাড়াও সঙ্গত কারণে তিন ইউনিয়ন থেকে ১৩ জনকে ওয়েটিং এ রাখা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়