গ্রেফতার

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার

আগের সংবাদ
ওসি হাফিজুর রহমান

ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি, গুলশানের নতুন ওসি হাফিজুর রহমান

পরের সংবাদ

শ্যামনগরে মাদক সেবনের দায়ে কারাদণ্ড

প্রকাশিত: জুন ৩০, ২০২৫ , ৫:২৯ অপরাহ্ণ আপডেট: জুন ৩০, ২০২৫ , ৫:২৯ অপরাহ্ণ
কারাদণ্ড

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গাঁজা সেবনের দায়ে মনির হোসেন বাপ্পি (২২) ও আরিফুল ইসলাম (২৫) নামে দুই যুবককে ভ্রাম্যমান আদালতে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ৯ টার সময় নওয়াবেঁকী ফেরিঘাটের সামনে গাঁজা সেবনের সময় স্থানীয় জনতা তাদেরকে ধরে থানা পুলিশকে খবর দিলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত উপস্থিত হয়ে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে বাপ্পিকে ৫ দিন ও আরিফুলকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

গাঁজা সেবনকারী দুই যুবক হলেন, যশোর জেলার নাভারণ শার্শা উপজেলার উত্তর ব্রুজ বাজার গ্রামের মৃত আব্দুল মজিদ গাইন এর ছেলে মনির হোসেন বাপ্পি (২২) ও শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের পশ্চিম বিড়ালক্ষ্মী গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৫)।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা বলেন, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদানকৃত আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ছবিঃ ভ্রাম্যমান আদালতে কারাদন্ডপ্রাপ্ত দুই যুবক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়