শোকে স্তব্ধ যশোরের নওয়াপাড়া ইউনিয়নের পাশাপাশি তিন গ্রাম

আগের সংবাদ

কুমিল্লায় নারীকে বিবস্ত্র করে নির্যাতন, ভিডিও ভাইরাল

পরের সংবাদ

যশোরে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত: জুন ২৮, ২০২৫ , ১০:২৫ অপরাহ্ণ আপডেট: জুন ২৮, ২০২৫ , ১০:২৫ অপরাহ্ণ

যশোর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকাল ৩টা ৪০ মিনিট থেকে ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির সদস্য মফিকুল হাসান তৃপ্তি, ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য সাবিরা নাজমুল মুন্নি, সাবেক ছাত্রদল সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, মুনীর আহমেদ সিদ্দিক বাচ্চু, শহীদুল বারী রবসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “গণতন্ত্র রক্ষায় বিএনপিকে আরও সুসংগঠিত করতে হবে। সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের মধ্য দিয়ে তৃণমূলে সংগঠন আরও মজবুত হবে।”

অনুষ্ঠানে জানানো হয়, সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ ফরম প্রতিটি ২০ টাকা মূল্যে বিক্রি করা হচ্ছে। এই কর্মসূচি জেলা ব্যাপী চলমান থাকবে বলে নেতৃবৃন্দ জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়