যশোরের শার্শা উপজেলার রঘুনাথপুর এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তানজিম (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। দুর্ঘটনায় নারীসহ আরও সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরের দিকে শার্শা-কশিপুর সড়কের বটতলা মোড় সংলগ্ন রঘুনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজিম উপজেলার বন মান্দারতলা গ্রামের রবিউল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পাকশিয়া বাজার থেকে যাত্রীবাহী একটি ইজিবাইক কাশিপুর যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪-৯৫৫৬) ইজিবাইকটিকে চাপা দেয়। সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।
আহতদের মধ্যে রয়েছেন পারভীনা (৪৮), সাথী (৩২), খায়রুননেসা (৫৫), ডলি (৩৮), সুফিয়া খাতুনসহ আরও দুজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানজিমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইজিবাইক চালককে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম বলেন, “খবর পেয়ে গোড়পাড়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও ইজিবাইকটি জব্দ করেছে। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।