বেনাপোল রেল স্টেশন পরিদর্শনে সাংবাদিকদের সাথে মহাপরিচালকের অসহযোগিতা

বেনাপোল রেল স্টেশন পরিদর্শনে সাংবাদিকদের সাথে মহাপরিচালকের অসহযোগিতা

আগের সংবাদ

Beyond the Coop – Will You Lead Your Clucky Companion Along the High-Stakes Path of the Chicken Road game and Pursue Golden Egg Rewards with 98% Payout Potential plus Adjustable Difficulty Settings?

পরের সংবাদ

বেনাপোল সীমান্তে জাল টাকাসহ আটক-১ , মাদক ও চোরাচালানী পণ্য জব্দ

প্রকাশিত: জুন ২১, ২০২৫ , ১০:৩১ অপরাহ্ণ আপডেট: জুন ২১, ২০২৫ , ১০:৩১ অপরাহ্ণ
বেনাপোল সীমান্তে জাল টাকাসহ আটক

বেনাপোলের আমড়াখালী চেকপোস্টে বিজিবির অভিযানে ৯ লক্ষ ২০ হাজার টাকার জালনোটসহ খালিদ হোসেন (১৭) নামের একজন আসামী আটক হয়েছে। শনিবার বিকেলে তাকে আটক করা হয়।

আটককৃত খালিদ হোসেন বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের ইছাহাক আলীর ছেলে ।

একইদিনে বেনাপোল বিওপি, আইসিপি ও রঘুনাথপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা এ সীমান্ত থেকে আরও ৯ লক্ষ ২ হাজার ৫০০ টাকার বিপুল পরিমাণ মাদকসহ চোরাচালানী মালামাল আটক করেছেন।

বিজিবি জানিয়েছেন, তাদের একটি সফল অভিযানে ৯ লক্ষ ২০ হাজার টাকার জালনোটসহ খালিদ হোসেন নামে একজন আসামী, ভারতীয় গাঁজা, শাড়ী, কম্বল, ল্যাপটপ, মোবাইল, ঔষধ, বিভিন্ন প্রকারের খাদ্য সামগ্রী এবং কসমেটিক্স পণ্য উদ্ধার করা হয়েছে।

আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১৮ লক্ষ ২২ হাজার ৫০০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র বিশেষ গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। যা মাদক ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়