আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের হেতাইলবুনিয়া দোকানদারের কেয়ারটেকারের তালা ভেঙ্গে, আজহারুল ইসলাম মন্টু কর্তৃক জোরপূর্বক তালা মারার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জুন) বিকালে বাইনতলা গ্রামবাসীর আয়োজনে হেতাইলবুনিয়া মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মোঃ মুক্তাজুল মোল্যা, মোঃ বাবু মোল্যা, মোঃ আবু হাসান মোল্যা, মোছাঃ জেলেখা বিবি প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন হেতাইলবুনিয়া গ্রামের পঞ্চরাম গাইনের ছেলে হরষিত কুমার গাইনের হেতাইলবুনিয়া মোড়ে একটি কাপড় ও পাশাপাশি একটি চায়ের দোকানে দীর্ঘ ১০ বছর ধরে ব্যবসা করে আসছিলো। ব্যবসা চলাকালে হরষিত ৩৫ থেকে ৪০ লক্ষ টাকার মতো ঝণ হয়ে দোকান ছেড়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার আগে বাইনতলা গ্রামের মৃত জেহের আলী মোল্যার ছেলে মুক্তাজুল মোল্যা ও তার কন্যা জেলেখা বিবি হরষিতের কাছে সাড়ে তিন লক্ষ ধারের টাকা পাওয়ায় সে নন-জুডিশিয়াল একশত পঞ্চাশ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করে দোকান মুক্তাজুলের জিম্মায় দিয়ে যায় এবং ফিরে না আসা পর্যন্ত সে দেখবাল করবে বলে ষ্টাম্পে উল্লেখ করে যায়।
ষ্টাম্পের স্বাক্ষীরা হলেন ফারুক, হাসান, মানিক ও সালাম মোল্যা। বক্তারা আরোও বলেন আমরা শান্তিপূর্ণভাবে দোকানঘর দেখভাল করে আসছিলাম। কিন্তু মন্টু এসে তার ক্ষমতার বলে আমাদের তালা ভেঙ্গে সে নিজস্ব তালা লাগিয়ে দেয়। মানববন্ধনে বক্তারা পাওনা টাকা এবং জিম্মায় থাকা দোকান ফেরত পেতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। আজহারুল ইসলাম মন্টু জানান, আমার বিরুদ্ধে বক্তব্য সবই মিথ্যা। আমি শুনেছি হরষিত পালিয়ে গেছে। তার কাছে গ্রামের অনেকেই টাকা পাবে। তার দোকানে কেউ যেন ক্ষতি করতে না পারে এবং সবাই টাকা ফেরত পেতে পারে সেজন্য ইউপি সদস্য সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে সমাধান হয়। সেজন্য অবৈধ ভাবে দখলে থাকতে না পারে একারনে তালা মেরে চাবি মেম্বারের কাছে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।