নগদের টাকা ছিনতাই ছিল নাটকঃ পুলিশি তৎপরতায় ৩২ লাখ টাকা উদ্ধার, আটক ৭

আগের সংবাদ
কেশবপুরে সন্ত্রাসী হামলা

যুবদল নেতা মনিরুলের মৃত্যু

পরের সংবাদ

লোহাগড়ার মিতালী কিন্ডার গার্টেন এন্ড স্কুলের

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশিত: জুন ১৮, ২০২৫ , ৭:৩২ অপরাহ্ণ আপডেট: জুন ১৮, ২০২৫ , ৭:৩২ অপরাহ্ণ
লোহাগড়ার মিতালী কিন্ডার গার্টেন এন্ড স্কুল

নড়াইলে লোহাগড়ার মিতালী কিন্ডার গার্টেন এন্ড স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭জুন) বিকালে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শিশুদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,নড়াইল-২ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের র্শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী সমমনা জোটের আহবায়ক এবং ন্যাশনাল পিপিলস পার্টির চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সিনিয়ার আইনজীবী ড.ফরিদুজ্জামান ফরহাদ।
লোহাগড়া মিতালী কিন্ডার গার্টেন এন্ড স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান, রিজিয়া ইউসুফ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক রিভাস চন্দ্র বসু, সিনিয়র শিক্ষক পলাশ কুমার সরকার ,লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রাজু আহম্মেদ বাপ্পি, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোরাদ হোসেন, মিতালী কিন্ডার গার্ডেন এন্ড স্কুলের শিক্ষিকা শাহানারা পারভীন,শিপ্রা বিশ্বাস, নিশাত জেরিন, শবনম আক্তার খাদিজা খানম, মিথিলা হোসেন, রুনা খানম প্রমুখ।
এসময় শিক্ষার্থী,অভিভাবক,সাংবাদিক ,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়