পাইকগাছায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর যোগদান

পাইকগাছায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর যোগদান

আগের সংবাদ
মণিরামপুর অফিসার্স ক্লাবে

মণিরামপুর অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসনের ঈদ পুর্ণমিলনী

পরের সংবাদ

আশাশুনিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও জুয়াড়ী খোকন সেনাবাহিনীর হাতে আটক

প্রকাশিত: জুন ১৬, ২০২৫ , ৯:২৬ অপরাহ্ণ আপডেট: জুন ১৬, ২০২৫ , ৯:২৬ অপরাহ্ণ
আশাশুনিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও জুয়াড়ী খোকন

আশাশুনিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও জুয়াড়ী খোকন সেনাবাহিনীর হাতে গাঁজাসহ গ্রেফতার হয়েছে। (১৫ জুন) রবিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার করেছে আশাশুনির দায়িত্বরত ক্যাম্প কমান্ডার লে. আসেফ আহসান চৌধুরী’র নেতৃত্বে টহলরত সেনাবাহিনী।

এ ব্যাপারে ক্যাম্প কমান্ডার সাংবাদিকদের জানান, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়া গ্রামের কেনা শেখ এর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী নাজরুল ইসলাম ওরফে খোকন (৬৫) এর বাড়িতে তল্লাশি করে তার নিকট থেকে ৫০গ্রাম গাঁজ, একটি বাটন মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশাশুনি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকায় জুয়া ও মাদক ব্যবসায় লিপ্ত থাকা খোকনকে গ্রেফতার করায় স্থানীয় জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেছে। এই সংক্রান্তে আশাশুনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নাম্বার ৮ রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়