পাইকগাছায় রাতের আঁধারে ছিনতাইয়ের ঘটনায় আটক-১

পাইকগাছায় রাতের আঁধারে ছিনতাইয়ের ঘটনায় আটক-১

আগের সংবাদ
নতুন টেস্ট চ্যাম্পিয়ানশিপ চক্রে বাংলাদেশের শুরু শ্রীলঙ্কার মাটিতে

নতুন টেস্ট চ্যাম্পিয়ানশিপ চক্রে বাংলাদেশের শুরু শ্রীলঙ্কার মাটিতে

পরের সংবাদ

চট্টগ্রামে বেড়েছে সবজির দাম কমেছে মাছের

প্রকাশিত: জুন ১৫, ২০২৫ , ৭:৩৪ অপরাহ্ণ আপডেট: জুন ১৫, ২০২৫ , ৭:৩৪ অপরাহ্ণ
চট্টগ্রামে বেড়েছে সবজির দাম কমেছে মাছের

চট্টগ্রামে সবজির দাম ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে সামুদ্রিক মাছসহ দেশি মাছের দাম ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত কমেছে। ব্রয়লার মুরগি ও ডিমের দামও ক্রেতা সাধারণের নাগালে রয়েছে।

নগরীর ব্যবসায়ীরা জানান, ঈদুল আজহার ছুটিতে সাপ্লাই চেইন ভেঙে যাওয়ায় প্রভাব পড়েছে বাজারে। তবে বেশি দামে সবজি বিক্রি হলেও বাজারে ক্রেতার সংখ্যা কম।

ঈদকে কেন্দ্র করে দেশি টমেটোর দাম কেজিতে ২০ টাকা বেড়ে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে বেড়েছে আলুর দাম। প্রতি কেজি আলু ৩০-৩৫ টাকায় বিক্রি হচ্ছে। যা আগে ছিল ২০-২৫ টাকা কেজি।জানা গেছে, ঈদের পর সপ্তাহজুড়ে ১০ টাকা বেড়ে ৭০-৮০ টাকার মধ্যেই বেশির ভাগ সবজি মিলছে নগরীতে, যা ঈদের আগে ছিল ৬০-৭০ টাকার মধ্যে।

ঈদের পরে ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৫০ টাকা থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগি ২৭০ টাকায় ও দেশি মুরগি ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।গত সপ্তাহে কাঁকরোল, পাতা কপি, পটোল, লাউ, মিষ্টি কুমড়া, শসা ইত্যাদি সবজি প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হতো।

এ সপ্তাহে এসব সবজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এর বাইরে প্রতি কেজি বরবটি ৮০ টাকা, তিতকরলা ৮০ টাকা, বেগুন ৮০ টাকা, শালগম ৮০ টাকা, গাজর ৭০ টাকা ও পেঁপে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে আপাতত খাসি ও গরুর মাংস বিক্রি হচ্ছে না।

এদিকে নগরীর বিভিন্ন বাজারে সামুদ্রিক মাছের সরবরাহ বেড়েছে। সমুদ্রে মাছ ধরা শুরু হওয়ায় এর প্রভাব পড়েছে বাজারে। মাছের দাম কমতে শুরু করেছে। ২০০ টাকা কেজিতে লইট্টা, তেলাপিয়া, পাঙাশ ও পোয়া মাছ পাওয়া যাচ্ছে। পুকুরের বড় কাতল মাছ কেজিতে বিক্রি হচ্ছে ৬০০ টাকায়, ছোট কাতল মাছ ৪০০ টাকায়, রুই আকারভেদে ৪০০-৫০০ টাকায়, পাবদা ও চিতল ৪০০ টাকায়, চিংড়ি ১২০০-১৫০০ টাকায় ও রূপচাঁদা ৭০০-১০০০ টাকায়।

গত সপ্তাহের মতো এ সপ্তাহেও অপরিবর্তিত রয়েছে ডিমের দাম। মুরগির ডিমের দাম বাড়েনি। হাঁসের ডিম ২০ টাকা কমে ডজন ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে বাজারে অপরিবর্তিত রয়েছে চাল, ডাল, তেল, চিনিসহ অন্যান্য পণ্যের দাম। ময়দা কেজিতে ৫ টাকা বেড়ে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। নগরীর কাজীর দেউড়ি বাজারে কথা হয় নাজমা আক্তারের সঙ্গে।

তিনি বলেন, ‘ঈদের পর সবজি কেনার জন্য বাজারে এসেছি। দাম আগের চেয়ে বেশি মনে হচ্ছে। ঈদের আগে যে সবজি ৫০ টাকা কেজিতে কিনেছি, সে সবজি এখন ৬০ টাকায় বিক্রি হচ্ছে। দেশে তো সিন্ডিকেটের অভাব নেই। সুযোগ পেলেই দাম বাড়িয়ে দেয়। এখনো তাই মনে হচ্ছে।’

বহাদ্দারহাট বাজারের সবজি ব্যবসায়ী মোহাম্মদ ইদ্রিস আলী বলেন, ‘সপ্তাহের ব্যবধানে সব সবজির দাম বেড়েছে। ছুটির কারণে এখনো সরবরাহ ঠিক হয়নি। সরবরাহ স্বাভাবিক হলে বাজারে আবার সবজির দাম কমবে।’কাজীর দেউড়ি কাঁচাবাজারের ব্যবসায়ী মোহাম্মদ আজম বলেন, ‘ঈদের পরে বিভিন্ন জেলা থেকে চট্টগ্রামে সবজি আসেনি। তাই একটু দাম বেশি। উত্তরবঙ্গ থেকে সবজি আসা শুরু হলে দাম আবারও কমবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়