জাতীয় সংসদ নির্বাচন

ভোটের প্রস্তুতিতে ইসি প্রস্তুত, তবে তারিখ নিয়ে এখনও অনিশ্চয়তা: সিইসি

আগের সংবাদ
চট্টগ্রামে বেড়েছে সবজির দাম কমেছে মাছের

চট্টগ্রামে বেড়েছে সবজির দাম কমেছে মাছের

পরের সংবাদ

পাইকগাছায় রাতের আঁধারে ছিনতাইয়ের ঘটনায় আটক-১

প্রকাশিত: জুন ১৫, ২০২৫ , ৭:১২ অপরাহ্ণ আপডেট: জুন ১৫, ২০২৫ , ৭:১৪ অপরাহ্ণ
পাইকগাছায় রাতের আঁধারে ছিনতাইয়ের ঘটনায় আটক-১

পাইকগাছায় রাতের আঁধারে বিকাশ এজেন্ট’কে মারপিট করে টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগে জনতা গনধোলাই দিয়ে তুহিন দাস (৩৫) নামে এক যুবক’কে পুলিশে দিয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার রাড়ুলীর দিঘিরপাড় মন্দিরের কাছে এ ঘটনা ঘটেছে। ব্যবসায়ী সাধন দেবনাথ ( ৪৭) রাড়ুলীর অনিল দেবনাথের ছেলে। সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন তুহিন দাসকে রবিবার বেলা ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সে একই ইউনিয়নের রাড়ুলীর (ষষ্ঠীতলা) এলাকার বিমল দাসের ছেলে।

সাধন দেবনাথ জানান, রাড়ুলীর বাঁকা বাজারে তাহার মোবাইল বিকাশ এজেন্ট’র প্রতিষ্ঠান রয়েছে। সে মোতাবেক প্রতিদিনের ন্যায় শনিবার রাত সাড়ে ১০ টার দোকান বন্ধ করে বাইসাইকেলে বিজ্ঞানী স্যার পিসি রায়ের বাড়ি অভিমুখে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। মাত্র ১০ মিনিটের ব্যবধানে আমি
দিঘিরপাড় মন্দিরের কাছে পৌঁছানো মাত্রই পাশের বাগান থেকে হঠাৎ করে ৩/৪ ব্যক্তি সাইকেলের গতিরোধ করে ঘিরে ফেলে।

এক পর্যায়ে দুর্বত্তরা আমার মাথা,বাম ঘাড় ও হাঁঠুতে হাঁতুড়ি পেটা করে জখম করে প্রায় ৩ লাখ টাকা, ১টি টাস মোবাইল ও ২টি বার্টন মোবাইল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।

এ সময় আমি চিৎকার দিলে লোকজন ছুটে এসে তাড়া করে একটি চাকুসহ তুহিন দাসকে আটক করে গণধোলাই দিয়ে স্থানীয় পুলিশ ক্যাম্পের সোপর্দ করেন। এ বিষয়ে রাড়ুলী ক্যাম্প পুলিশের আইসি এসআই খায়রুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তুহিন দাসকে পুলিশ হেফাজতে নিয়ে
ঐ রাতেই চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

লপাইকগাছা থানার চলতি দায়িত্বপ্রাপ্ত ওসি(তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জেলা সদরে সরকারি মিটিং এ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। থানার ডিউটিরত পুলিশ অফিসার এসআই নূর আলম জানান, এ ঘটনায় তুহিন দাস নামে এক যুবক পুলিশ হেফাজতে চিকিৎসারধীন আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়