প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিতে শিক্ষা বোর্ডের কড়া বার্তা, চলছে কঠোর প্রস্তুতি

প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিতে শিক্ষা বোর্ডের কড়া বার্তা, চলছে কঠোর প্রস্তুতি

আগের সংবাদ
পাইকগাছায় রাতের আঁধারে ছিনতাইয়ের ঘটনায় আটক-১

পাইকগাছায় রাতের আঁধারে ছিনতাইয়ের ঘটনায় আটক-১

পরের সংবাদ

ভোটের প্রস্তুতিতে ইসি প্রস্তুত, তবে তারিখ নিয়ে এখনও অনিশ্চয়তা: সিইসি

প্রকাশিত: জুন ১৫, ২০২৫ , ৪:০৩ অপরাহ্ণ আপডেট: জুন ১৫, ২০২৫ , ১০:৫৩ অপরাহ্ণ
জাতীয় সংসদ নির্বাচন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতির কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটের নির্ধারিত তারিখ এখনো নির্বাচন কমিশন (ইসি) পায়নি, এটি সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষ।

তবে জাতীয় নির্বাচন যত দ্রুতই হোক, নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। রোববার (১৫ জুন) দুপুরে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি নাসির উদ্দিন।
তিনি বলেন, কখন ভোট হবে, সেটা একান্তভাবে সরকারের বিষয়। এখনো কোনো ক্লিয়ারেন্স পাইনি। তবে সরকারের সঙ্গে আলোচনা করে তারিখ চূড়ান্ত করা হবে। কবে নাগাদ এই আলোচনা হবে, সেটাও এখনও নির্ধারিত নয়।

সিইসি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে আয়োজনে ইসি বদ্ধপরিকর।কোনো বাহিনীর নির্দেশে নয়, নির্বাচন কর্মকর্তারা ঈমানের সঙ্গে দায়িত্ব পালন করবেন।তিনি হুঁশিয়ার করে বলেন, কোনো দলের হয়ে কাজ করবে না ইসি। ভোটের বাক্স লুট করার স্বপ্ন যেন কেউ না দেখে—এবার তা হবে না। তিনি আরও বলেন, ভোট সন্ত্রাসীদের জন্য এবার দুঃসংবাদ। কেউ যদি ভোট সন্ত্রাস করে, তাহলে ছাড় পাবে না। নির্বাচন কমিশনের অবস্থান এ বিষয়ে জিরো টলারেন্স। ভোটার তালিকা প্রসঙ্গে সিইসি জানান, তফসিল ঘোষণার আগে যাদের বয়স ১৮ বছর হবে, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে।২০২৬ সালের ২ জানুয়ারি যাদের বয়স ১৮ হবে, তাদের ভোটাধিকার নিশ্চিত করতে চাইলে জানুয়ারির আগে তফসিল ঘোষণা না করাই ইসির পক্ষ থেকে যুক্তিযুক্ত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়