উত্তরায় র‍্যাবের পোশাক পরে ফিল্মি স্টাইলে এক কোটি আট লাখ টাকা ছিনতাই

উত্তরায় র‍্যাবের পোশাক পরে ফিল্মি স্টাইলে এক কোটি আট লাখ টাকা

আগের সংবাদ

যশোরে ‘বাঙালি মুসলমান প্রশ্ন’ শীর্ষক আলোচনা সভা

পরের সংবাদ

সাংবাদিক জুবায়ের আহমেদের পিতার ইন্তেকাল

প্রকাশিত: জুন ১৪, ২০২৫ , ১০:১০ অপরাহ্ণ আপডেট: জুন ১৪, ২০২৫ , ১০:১০ অপরাহ্ণ

সাংবাদিক ইউনিয়ন যশোরের দপ্তর সম্পাদক ও দীপ্ত টিভির যশোর জেলা প্রতিনিধি জুবায়ের আহমেদের পিতা মোহাম্মদ উল্লাহ (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শনিবার রাত ৮টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, মোহাম্মদ উল্লাহ দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে যশোরের সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। স্থানীয় গণমাধ্যমকর্মীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

গতকাল রবিবার বাদ জোহর বারান্দীপাড়া কদমতলা নাঈম মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়