Beyond the Barnyard – Will You Guide A Determined Hen Through the High-Stakes Road of the Chicken Road game and Claim Golden Wins boasting a Staggering 98% Payout and Four Difficulty Levels for Solo Players?

আগের সংবাদ

ভুটানের কাছে বাংলাদেশের দাপুটে জয়

পরের সংবাদ

মনিরামপুরে ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলমগীর গ্রেফতার

প্রকাশিত: জুন ৪, ২০২৫ , ৩:৩২ অপরাহ্ণ আপডেট: জুন ৪, ২০২৫ , ৩:৩৩ অপরাহ্ণ

যশোরের মনিরামপুরের শ্যামকুড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুর ১টার দিকে মনিরামপুর বাজারের সোনালী ব্যাংকের নিচ থেকে আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান এই তথ্য নিশ্চিত করেছেন।

আলমগীর হোসেন রামনগর গ্রামের ওমর আলীর ছেলে। তিনি মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য।

ওসি বাবলুর রহমান বলেন, চেয়ারম্যান আলমগীর হোসেন নাশকতার সাথে জড়িত। তাঁকে নাশকতার একটি মামলায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

এদিকে, গতকাল মঙ্গলবার দুপুরে রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজ উদ্দিনকে পরিষদ থেকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে তাকে মনিরামপুর থানায় দায়ের করা একটি হত্যা ও একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছিল। এরপর আদালত হাফিজ উদ্দিনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়