কালীগঞ্জে বিএনপির দু'গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫

আগের সংবাদ

চৌগাছায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

পরের সংবাদ

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার রবিউল ইসলামের মায়ের ইন্তেকাল

প্রকাশিত: জুন ২, ২০২৫ , ১০:৪৪ অপরাহ্ণ আপডেট: জুন ২, ২০২৫ , ১১:০৯ অপরাহ্ণ

যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো. রবিউল ইসলামের মমতাময়ী মাতা আলেয়া বেগম (৭৫) আর নেই।

সোমবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এর আগে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছিল। হাসপাতাল সূত্রে জানা যায়, করোনাকালীন সময়ে কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার পর থেকেই আলেয়া বেগম নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়।

মরহুমার মৃত্যুতে যশোর জেলা বিএনপির নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও শোকবার্তা প্রকাশ করা হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করছেন অনেকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়