মাগুরায় সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত

আগের সংবাদ

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার রবিউল ইসলামের মায়ের ইন্তেকাল

পরের সংবাদ

কালীগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫

প্রকাশিত: জুন ১, ২০২৫ , ১০:০৭ অপরাহ্ণ আপডেট: জুন ১, ২০২৫ , ১০:০৭ অপরাহ্ণ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মহব্বত হোসেন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ফিরোজ গ্রুপ ও হামিদ গ্রুপের মধ্যে এই সংর্ঘষ বাধে।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো পাঁচজন। নিহত মহব্বত হোসেন উপজেলার নাকোবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং মৃত হবিবর বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই জামাল ইউনিয়ন বিএনপির দু’গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিলো। রবিবার দুপুরে তা সংঘর্ষে রূপ নেয়। রড, রামদা, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে দু’গ্রুপের কর্মী সমর্থকরা। সংর্ঘষে গুরুতর আহত অবস্থায় মহব্বত হোসেনসহ কয়েকজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে যশোর ও পরে ঢাকায় পাঠানো হয়। ঢাকা নেওয়ার পথে ফরিদপুরে পৌঁছালে মহব্বত হোসেনের মৃত্যু হয়।

আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। সংঘর্ষের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনা বাহিনীকেও ঘটনাস্থলে টহল দিতে দেখা গেছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সহিদুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনার খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে এসেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়