কুষ্টিয়ার দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, কাঙালি ভোজসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার (৩০ মে) দৌলতপুর উপজেলা বাজারে উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য, উপজেলা বিএনপির আহ্বায়ক রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা। এতে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শের আলী সবুজ।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শামীম আহম্মেদ মোল্লা।
সাবেক ছাত্রদল নেতা সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, ফজলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সস্পাদক গোলাম মোস্তফা, স্থানীয় বিএনপি নেতা আবুল কালাম আজাদ, হামিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা বলেন, শেখ মুজিব এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করে মানুষের অধিকারকে ভুলুণ্ঠিত করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। জিয়াউর রহমান চট্টগ্রাম কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা করেন, ১৯৮১ সালের আজকের এই দিনে সেই চট্টগ্রামের সার্কিট হাউজে তাঁকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। এ সময় বিএনপি নেতা রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা সেনাবাহিনীর তত্ত্ববধানে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি পুনর্ব্যক্ত করেন।
পরে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, উপজেলা মডেল মসজিদের ইমাম সাইফুল ইসলাম। শেষে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকী উপলক্ষে বিএনপি নেতা রেজা আহম্মেদ বাচ্চু মোল্লার তত্ত্বাবধানে উপজেলার ১৪ ইউনিয়নের শতাধিক স্থানে আলোচনা সভা, দোয়া মাহফিল, কাঙালি ভোজসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এসব স্থানে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। দলীয় নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করে এসব কর্মসূচিতে অংশ নেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।