কক্সবাজারে সংবাদকর্মীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আগের সংবাদ

যশোর জেনারেল হাসপাতালে পুলিশের তৎপরতায় মোবাইল চোর আটক

পরের সংবাদ

অভয়নগরে কৃষকদল সভাপতিকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: মে ২২, ২০২৫ , ৮:০৩ অপরাহ্ণ আপডেট: মে ২২, ২০২৫ , ৮:০৭ অপরাহ্ণ

অভয়নগরে দুর্বৃত্তদের গুলিতে উপজেলা কৃষকদলের সভাপতি তরিকুল ইসলাম নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২২ মে) সন্ধায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ঘের সংক্রান্ত বিরোধের জেরে আজ বিকেলে এক সালিশে অংশ নিতে যান তরিকুল ইসলাম। সালিশ সংক্রান্ত বিষয় নিয়ে গোলোযোগ বাধে। এক পর্যায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে তিনি পথেই মারা যান।

নিহত তরিকুল ইসলাম অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামের বাসিন্দা এবং পৌর কৃষকদলের সভাপতি ছিলেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

ওসি আব্দুল আলীম জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। অবরাধীদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়