ভারতের নিষোধাজ্ঞায় বেনাপোল বন্দরে আটকে গার্মেন্টস শিল্পের শতাধিক ট্রাক

আগের সংবাদ

অস্ত্র মামলায় যশোরে লিটনের ১৭ বছরের জেল

পরের সংবাদ

দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরী করতে পারেনি সরকার

প্রকাশিত: মে ১৮, ২০২৫ , ৯:৫২ অপরাহ্ণ আপডেট: মে ১৮, ২০২৫ , ৯:৫২ অপরাহ্ণ

জামায়াতে ইসলামী যশোর জেলার পেশাজীবী থানার উদ্যোগে সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৮ মে রবিবার সন্ধ্যায় শহরের একটি রেস্টুরেন্টে সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মোঃ গোলাম কুদ্দুস। সভাপতিত্ব করেন পেশাজীবী থানা শাখার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম কুদ্দুস বলেন,
দেশের সবুজ ভুখন্ডে ইসলামী সমাজ বাস্তবায়নে জামায়াতে ইসলামী ১৯৪১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৭৮ সাল থেকে সাধীনতা উত্তর দেশে অনেক প্রতিকূল পরিবেশ পেরিয়ে আসতে হয়েছে। ২০২৪ এর ৫ আগষ্টের ছাত্র-জনতার তীব্র গণ আন্দোলনের পর দেশে একটি ইসলামের অনুকূল পরিবেশ তৈরী হয়েছে। তিনি বলেন, জামায়াতকে অনেক ভাবে সমালোচনা করা হয় কিন্তু নৈতিকতা, দুর্নীতির ব্যাপারে কেউ অভিযুক্ত করতে পারে না।

কারণ আমাদের কোনো নেতা দুর্নীতির সাথে জড়িত নয়। জামায়াতের বিরুদ্ধে অনেক অপপ্রচার আছে। কিন্তু আমাদের বিরুদ্ধে সুদ ঘুষ, দুর্নীতির কোনো অভিযোগ দিতে পারে না। মানুষ হত্যা নির্যাতনের কোনো অভিযোগ জামায়াতের বিরুদ্ধে কেউ করতে পারে না। দেশের সাধারণ মানুষ জামায়াত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। এজন্য জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। সরকার এখনো পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরী করতে পারেনি।

জামায়াত সৎ এবং যোগ্য লোক তৈরী করতে সক্ষম হয়েছে। আগামীদিন মানুষ জামায়াতকে নিয়ে কল্যাণময় রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছে। ইনশাআল্লাহ মানুষের সমর্থন নিয়ে জামায়াত দেশ পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। অন্যরা যখন দখলবাজি, টেন্ডারবাজি নিয়ে ব্যস্ত। জামায়াত তখন নৈতিকতা সম্পন্ন, সৎ, যোগ্য, চরিত্রবান মানুষ তৈরীতে সময় দিচ্ছে। জাতির ভাগ্য পরিবর্তনের জন্য কুরআন হাদিসের আলোকে নেতা-কর্মী সমর্থকদের নিজেদের তৈরী হবার আহ্বান জানান। সম্মেলনে শহরের বিভিন্ন পেশার দুই শতাধিক সহযোগী সদস্য উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়