ভারতের আমদানি নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশী তৈরি পোশাক রপ্তানি

আগের সংবাদ

না ফেরার দেশে চলে গলেন দক্ষিনখান থানার এসআই মুনসুর

পরের সংবাদ

লোহাগড়ায় যুবক হত্যার প্রধান আসামি বিএনপি নেতা পলাশ শেখ আটক

প্রকাশিত: মে ১৮, ২০২৫ , ৬:১৩ অপরাহ্ণ আপডেট: মে ১৮, ২০২৫ , ৬:১৩ অপরাহ্ণ

নড়াইলের লোহাগড়ায় পূর্ব শত্রুতার জেরে পার ইছাখালী গ্রামের খাজা মোল্যা (৫০) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য পলাশ শেখকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৭ মে ) সকালে নিহতের ভাই আলী হায়দার মোল্যা লোহাগড়া থানায় মামলাটি করেন। মামলায় পলাশ শেখসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম।

ঘটনার দিনই মামলার ২জন আসামি শেখ নিয়ামুল ইসলাম ও হোসাইন শেখকে গোপালগঞ্জ থেকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে,লোহাগড়া থানার ৩টি হত্যাকান্ডের ঘটনার আসামিদের গ্রেপ্তারের জোরাল অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সূত্র জানায়, ইতনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য শাহাদুল শেখ ও বিএনপি নেতা পলাশ শেখের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পর পলাশ শেখ সমর্থিতরা প্রতিপক্ষের জমি দখল, ফসল কেটে নেওয়া ও গাছ কাটার মতো অভিযোগের মুখে পড়েন। এই বিরোধের জেরে গত ১৪ মে (বুধবার) সকালে কুমোরডাঙ্গা বাজারে শাহাদুল মেম্বার সমর্থিত খাজা মোল্যাকে পলাশ শেখ সমর্থিত লোকজনেরা কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়