বগুড়ায় জাতীয় সংগীত অনুষ্ঠানে হামলার প্রতিবাদে যশোরে প্রতিবাদ সমাবেশ

আগের সংবাদ

হিটু শেখের মৃত্যুদণ্ড, খালাস ৩

পরের সংবাদ

পানির ন্যায্য হিস্যা আদায়ে ঐক্য চাই: ফারাক্কা দিবসে নার্গিস বেগম

প্রকাশিত: মে ১৬, ২০২৫ , ১০:০২ অপরাহ্ণ আপডেট: মে ১৬, ২০২৫ , ১০:০২ অপরাহ্ণ

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম অভিযোগ করেছেন, ভারত পানিকে মারণাস্ত্র হিসেবে ব্যবহার করে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করার অপচেষ্টা চালাচ্ছে।

শুক্রবার প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত ফারাক্কা দিবসের আলোচনায় তিনি বলেন, পানি নিয়ে বিশ্বের অনেক দেশের মধ্যে সমস্যা থাকলেও সমাধান হয়। কিন্তু ভারত ও বাংলাদেশের মধ্যে পানি সমস্যার কোনো সমাধান নেই। ভারত পানির ন্যায্য হিস্যা থেকে বাংলাদেশকে বঞ্চিত করছে।

তিনি বলেন, জল ও স্থল দুই পথেই আমাদের ওপর আগ্রাসন চলছে। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হলে জাতীয় স্বার্থে সব নাগরিক ও রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। ভারতকে চোখে চোখ রেখে কথা বলার মতো জনগণের সরকার দরকার।

জিয়া পরিষদ যশোর জেলা শাখার আয়োজনে ‘ঐতিহাসিক ফারাক্কা দিবস ও আজকের ভাবনা’ শীর্ষক এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক ফিরোজা খাতুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ও সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক।

সভায় আরও বক্তব্য দেন বিশিষ্ট গবেষক মফিজুর রহমান রুন্নু, অধ্যক্ষ পাভেল চৌধুরী, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. আজিজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম।

বক্তারা বলেন, ফারাক্কা ব্যারেজ খুলে দেওয়ার মাধ্যমে বাংলাদেশে নদী শুকিয়ে যাচ্ছে, কৃষি ও পরিবেশ হুমকির মুখে পড়েছে। এ সংকট থেকে উত্তরণের জন্য সরকারের উচিত আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি তুলে ধরা এবং প্রতিবেশী দেশের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে চুক্তি নিশ্চিত করা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়