যশোরের অভয়নগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে গতকাল মঙ্গলবার (১৩ই মে) বিকালে এক শোকরানা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি “গণ-হত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল প্রকার কার্যক্রম নিষিদ্ধ” ঘোষণাকে স্বাগত জানিয়ে এ কর্মসূচির অনুষ্ঠিত হয়েছে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর অভয়নগর উপজেলার সাবেক আমির অধ্যাপক মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আমির অধ্যাপক সরদার শরীফ হোসেন, এসিস্ট্যান্ট সেক্রেটারি গোলাম মোস্তফা এবং পৌর শাখার আমির আলতাফ হোসেন।
এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন ৭নং শুভরাড়া ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম বাবুল, সেক্রেটারি ইউনুস আকঞ্জি এবং যুব বিভাগের সভাপতি মাসুদ রানা প্রমুখ।
মিছিলে নেতৃত্ব দেন উপজেলা আমির অধ্যাপক সরদার শরিফ হোসেন।
বক্তারা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণকে সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন এবং দেশের রাজনীতিতে ইসলামপন্থীদের ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।