আ. লীগ নেত্রী রওশন আরার বিরুদ্ধে এবার গুমের অভিযোগ

আগের সংবাদ

চালু হচ্ছে ‘টক টু ডিআইজি’, পরিচয় গোপন রেখে করা যাবে অভিযোগ

পরের সংবাদ

জমি বন্ধকের টাকা চাইতে গিয়ে পিটুনিতে মৃত্যু

প্রকাশিত: মে ১১, ২০২৫ , ৩:৫৩ অপরাহ্ণ আপডেট: মে ১১, ২০২৫ , ৩:৫৩ অপরাহ্ণ

যশোরের বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামে জমি বন্ধকের টাকা ফেরত চাওয়ায় বর্গা চাষিকে গত শুক্রবার বিকেলে পেটানোর পর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গতকাল শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।

নিহত ব্যক্তির নাম সুমন হোসেন (৩২)। তিনি বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা গ্রামের নূর ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামের মৃত মইরদ্দিনের ছেলে মশিয়ারের কাছ থেকে কয়েক বছর আগে ৪০ হাজার টাকার বিনিময়ে ১২ কাঠা জমি বন্ধক নেন সুমন হোসেন। তাঁকে টাকা ফেরত দিয়ে বন্ধকি জমি ফেরত নেওয়ার কথা জানান মশিয়ার। এই টাকা শুক্রবার ফেরত দেওয়ার কথা ছিল।

সুমন টাকা চাইতে বিকেলে মশিয়ারের বাড়িতে যান। কিন্তু টাকা না পেয়ে সুমন খড়িডাঙ্গা গ্রামের আনিসুরের দোকানে বসে অপেক্ষায় ছিলেন। তখন মশিয়ার তাঁর ভাই মফিজুর, শহিদুল্লাহসহ পাঁচ-ছয়জনকে নিয়ে সেখানে যান। তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সুমনকে ধরে রাস্তায় ফেলে লাঠি ও ইট দিয়ে পিটিয়ে মৃত ভেবে চলে যান হামলাকারীরা। গ্রামবাসীরা তাঁকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করেনি। জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়