যশোরে সড়ক দুর্ঘটনায় নারির মৃত্যু

আগের সংবাদ

বিএনপি ক্ষমতায় গেলে দেশের সকল পরিবারকে পারিবারিক কাডের্র আওতায় আনা হবে

পরের সংবাদ

নড়াইলে জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদকসহ গ্রেপ্তার ৪

প্রকাশিত: মে ৯, ২০২৫ , ৯:৩৪ অপরাহ্ণ আপডেট: মে ৯, ২০২৫ , ৯:৩৪ অপরাহ্ণ

নড়াইলে বৈষম্যবিরোধীদের উপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম পলাশসহ চারজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

শুক্রবার ভোর রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত অন্যান্যরা হলেন, সদর উপজেলার মুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী, আউড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পলাশ মোল্যা ও শেখহাটি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রুহল আমীন মোল্যা।
এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি জামিল কবির বলেন, গ্রেপ্তারকৃতদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরন করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

উল্লখ্য, গত ৪ আগস্ট ২০২৪ সালে বৈষম্যবিরোধীদের মিছিলে হামলার অভিযোগের মামলা দায়েরকরা হয়। এসব মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়