চৌগাছায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, অভিযানে আটক ৭

আগের সংবাদ

উত্তরায় হাবিব হাসানের ভাই নাদিম গ্রেফতার

পরের সংবাদ

ঘটনা ভিন্ন খাতে নিতে থানায় পাল্টা অভিযোগ

যশোরে চিকিৎসকের অবহেলায় মৃত্যুর অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি

প্রকাশিত: মে ৭, ২০২৫ , ১০:৩৫ অপরাহ্ণ আপডেট: মে ৭, ২০২৫ , ১০:৩৫ অপরাহ্ণ

যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে হাসপাতালের চিকিৎসকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনার এক মাস পর মঙ্গলবার (৬ মে) পাল্টা মৃত রোগীর স্বামী ও ভাইপোর বিরম্নদ্ধে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত ডাক্তার হাসিব মোহাম্মদ আলী হাসান।

অভিযোগে ডাক্তার হাসিব উলেস্নখ করেন, গত ৪এপ্রিল সকাল ৯টার দিকে তিনি জরম্নরি বিভাগে দায়িত্ব পালন করছিলেন। এ সময় ঘোপ নওয়াপাড়া রোড এলাকার বাসিন্দা উপল ও তার চাচা খন্দকার মাসুদুল হক এক নারী রোগী নিয়ে আসেন। তখন তিনি তৎক্ষনিক রোগীর কাছে ছুটে যান এবং প্রয়োজনীয় চিকিৎসার চেষ্টা করেন। কিন্তু ওই সময় রোগীর স্বজন উপল তার সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এ সময় তার ওপর শারীরিক ও মানসিক হুমকি তৈরি করা হয় বলে অভিযোগে উলেস্নখ করেন।

অভিযোগে ডাক্তার হাসিব আরও জানান, ঘটনার ভিডিও ফুটেজ হাসপাতাল কর্তৃপক্ষ এবং তার কাছে সংরক্ষিত রয়েছে। এছাড়া ৭ এপ্রিল দুপুরে হাসপাতালে প্রবেশের সময়ও ওই দুই ব্যক্তি তাকে হত্যার হুমকি দেন। তাই নিরাপত্তা শঙ্কায় তিনি আইনের আশ্রয় নিয়েছেন।

অন্যদিকে, নিহত রোগী আনোয়ারা খাতুনের পরিবার দাবি করেছেন, ওই দিন সকালে চাচীকে গুরম্নতর অসুস্থ অবস্থায় জরম্নরি বিভাগে নিয়ে যান। সেখানে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। অনেক ডাকা ডাকির পর এক চিকিৎসক অন্দরমহল থেকে বেরিয়ে আসেন এবং তড়িঘড়ি করে রোগীকে দেখে ওয়ার্ডে পাঠিয়ে দেন। পরে অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঐ দিন রাতে সাবেক নার্সিং সুপার ভাইজার আনোয়ারা খাতুন মারা যান। পরে রোগীর স্বজনরা চিকিৎসকের অবহেলার অভিযোগ এনে হাসপাতাল কর্তৃপক্ষসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেন। প্রাথমিক ভাবে তদšত্ম কমিটি গঠিত হলেও তা নিরপেক্ষ নয় দাবি করে নতুন কমিটি গঠনের আবেদন করেন স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আবেদন মঞ্জুর করে নতুন কমিটি গঠনের নির্দেশ দেন।

এই পরিস্থিতিতে ডাক্তার হাসিব নিজেকে নির্দোষ প্রমাণ করতে স্বজনদের বিরম্নদ্ধেই ঘটনার এক মাস পরে থানায় নিহতের স্বামী ও ভাইপোর নামে অভিযোগ করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে রোগীর স্বজনরা সংশিস্নষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়