চৌগাছায় প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় প্রকল্প অবহিতকরণ সভা

আগের সংবাদ

এক্সপ্রেসওয়ের সেই ভাইরাল ভিডিও দেখে ৫ ডাকাত আটক

পরের সংবাদ

চৌগাছার সিংহঝুলি ইউপিতে প্রশাসক নিয়োগ

প্রকাশিত: মে ৭, ২০২৫ , ৪:৩৫ অপরাহ্ণ আপডেট: মে ৭, ২০২৫ , ৪:৩৫ অপরাহ্ণ

যশোরের চৌগাছার ৩নং সিংহঝুলি ইউনিয়ন পরিষদে (ইউপি) প্রশাসক নিয়োগ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এজেডএম (আজম) ওবায়দুল্লাহকে প্রশাসকের দায়িত্ব দেয়া হয়েছে। বুধবার (৭এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন চৌগাছার কৃষি সম্প্রসারণ কম্পকর্তা এজেডএম ওবায়দুল্লাহ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমান পরিস্থিতিতে উপজেলার সিংহঝুলি ইউপি চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন না করায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়ার কারনে ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চৌগাছা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। তিনি বলেন, চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন না করায় ইউনিয়ন পরিষদটির উন্নয়ন ও সেবা কার্যক্রম স্থবির হয়ে পড়েছিলো। যে কারনে প্রশাসক নিয়োগের জন্য জেলা প্রশাসকের নিকট পত্র দেয়া হয়। পত্রের আলোকে জেলা প্রশাসক মহদয় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে প্রশাসক নিয়োগ করেন। ডিসি স্যারের পত্রের আলোকে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এজেডএম ওবায়েদুল্লাহকে প্রশাসক নিয়োগ করে চিঠি দেয়া হয়েছে।

এরআগে সিংহঝুলি ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক মৌখিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ব্যক্তিগত কারনে দায়িত্ব পালন না করার অভিপ্রায় ব্যক্ত করেন।

এ বিষয়ে আব্দুল হামিদ মল্লিক বলেন, ব্যক্তিগত কারনে আমার পক্ষে ইউনিয়ন পরিষদে সময় দেয়া ও দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছিলো না। ফলে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। বিষয়টি মৌখিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছিলাম। পরে সেখানে প্রশাসক নিয়োগ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়